মেঘে মেঘে উড়ে উড়ে বলাকার পাতি
পাখে পাখে ঘেঁষে ঘেঁষে যায় সবে সাথি।
দূরে দূরে সারি সারি চলে তারা নীড়ে,
নিতি নিতি দলে দলে আসে যায় ফিরে।
ঘন ঘন ঝিরিঝিরি বারিপাত সাথে,
ভেজা ভেজা মৃদু মৃদু স্নিগ্ধ বায়ু মাতে।
মাঝে মাঝে গুরু গুরু মেঘের গর্জন,
থেকে থেকে দুরুদুরু বুকের কম্পন।
ফাঁকে ফাঁকে ঘোর ঘোর সৌদামিনী ছটা,
সাথে সাথে তালে তালে গমকের ঘটা।
জ্বল জ্বল মিটি মিটি তারার আসর,
ধীরে ধীরে চুপি চুপি জমায় বাসর।
রূপে রূপে রঙে রঙে অম্বর সাজায়,
ক্ষণে ক্ষণে নভে নভে আলোক ছড়ায়।
পুঞ্জে পুঞ্জে শুভ্র শুভ্র ছিন্ন মেঘ ধায়,
রাশি রাশি নব নব রূপের শোভায়।