এই মেয়ে তুই বৃষ্টি হবি..?
ছলাৎ জলে মন হারাবি…
বেড়ার ধারে পুকুর পাড়ে
মনের সুখে আম কুড়াবি!
এই মেয়ে তুই বৃষ্টি ফোঁটা,
নাকছাবি মুখ আলোর্চ্ছটা।
কাল বোশেখি নাই বা হলি,
কবির মুখেই দু চার কলি
মেঘের বুকে ভিজিয়ে নিলি!
মেঘবালিকা একলা রাতে
মেঘের বুকে সঙ্গী হতে,
চাষীর ক্ষেতে উঠবি মেতে
অচিনপুরে পথ হারাবি..!
এভাবেই মেয়ে বৃষ্টি পাবি,
ভিজবে উরু,ভিজবে নাভি,
পিঠের ওপর এক ঢাল চুল
ভিজলে জলে মেলতে দিবি।
বল না মেয়ে আকাশ ছুঁয়ে
ঠিক কবে তুই ঘুরতে যাবি?!
ভাবুক মনে আলোড়নে
একলা আকাশ সঙ্গ পাবি।