আচমকা ঝমঝমিয়ে বৃষ্টি নামল
ঝির ঝির বৃষ্টি রিমঝিম বৃষ্টি
সিক্ত করছিল মাথা থেকে বুক
বুক থেকে নাভি- – ক্রমশঃ আরো নিচ
শিহরিত রোমাঞ্চে- তনুমনে–
এ কিসের উন্মাদনা !
উত্তাল ঢেউয়ের প্রচন্ড দাপাদাপিতে
উদ্ধত বক্ষের দ্রুত উঠানামা
সলজ্জে দু’হাতে মুখ ঢাকে নদী
সহসা পেছন থেকে দু’টো সবল বাহু
নদী আপ্রাণ চেষ্টা করে–
দূর্বার দুরন্ত ,দুঃসাহসীর বলিষ্ঠ সেশন
আরো দৃঢ়তর
তৃষিত ওষ্ঠের উষ্ণ আশ্লেষে
রক্তে তুমুল দামামা ধ্বনি
একসময় জোয়ার তুলে নদীর বুকেও
সমুদ্র আর নদী– নদী আর সমুদ্র
মিশে যায় মোহনায়
ততোক্ষণে বৃষ্টিও ধরে আসে-