অজগরী নয় , উঁকির পিছনে ইস্
আফোটা বোঁটায় থেকো উঠি উঠি শিষ ।
আড়ালেই রেখো বৃষ্টির শিলালিপি
টুপ টাপ টুপে গলাবো মেঘের ছিপি ।
চড়া তাপে নয় , গুরু হিমে নয় মোটে
নাতিশীতোষ্ণ চুম্বন দিও ঠোঁটে ।
রোদের আড়ালে কূপ রেখো সঞ্চয়ে
রোমেরা ফুটুক অদেখার বিস্ময়ে ।
খেজুর শরীরে ফলে আছে স্বাদু রস
হাঁকুপাকু নয় , সবুরে শীতের বশ ।
অতএব এসো , আমরা সন্ধি পাতি
যখন যেমন , তেমন রঙের বাতি ।