মনের মানচিত্র জুড়ে বিছিয়ে রেখেছো মুখ ,
দুর্বল দুটো চোখে কীভাবে জড়াবো !
ছোট্ট এ-ছায়াঘরে কেন এতো আশাতীত
আলোক – অতিথি পাঠালে , দুর্বাশা !
পদাতিক প্রতিভার পথে মহারথ কীভাবে ধরাবো !
অকৃপণ ঢেলে গেছো ঘড়া ঘড়া মেঘের সঞ্চয় ,
রজঃস্বলা বৃষ্টির বাগানে ঢোকার চাবি
অকিঞ্চন অক্ষর শ্রমে বানাতে পারিনি ।
আমার অপ্রস্তুত মূলে সদ্যজাতা জ্যোৎস্নার
আড়ষ্ট ঠোঁটও পদস্থ হূল হয়ে যায় ।
ঝুলে আছি লিলিপুট শালুকের নালে ,
ব্রহ্মকমল কড়ি কোথা পাবো
এ – অনন্ত ভালুকের জ্বরে , গালিভার !