আজও কেন মেঘলা দিনে তোর কথা মনে পড়লে
মনের ভিতরে মেঘ জমে?
আমার মনে বৃষ্টি তো তোর জন্যই নামে।
ছাতা নেই সাথে,বর্ষাতি নেই গায়ে, যেন ইচ্ছে করেই এমন টা।
তুইও তো ইচ্ছে করেই ব্যস্ত থাকিস কিছুটা।
মেঘপিয়াসী এক অন্য হাওয়া বয়ে নিয়ে যায় ভেজা চিঠি অনন্ত আকাশে।
সেখানে গোটা আকাশ জুড়ে সাজানো রয়েছে তোর কাব্যকথা।
আমি সেগুলি চুপিসারে স্পর্শ করি পরম স্নেহে,যত্নে,
তবুও তুই নতুন মেঘের ঘরে পাঠাস নতুন কাব্যের আলো।
আষাঢ়ে গল্পের সাক্ষী বৃষ্টিই তো ছিলো!
শুধু বৃষ্টির কোন বিকল্প নেই।
তাই তো সে ফিরে ফিরে আসে।
সময়ের হাত ধরে কাব্য লেখে!
আজও মেঘ যখন কালো হয়ে আসে,
চোখের সামনে সব হয়ে আসে ঝাপসা।
জানি কোন অভিযোগ না করেই বৃষ্টি আমাদের একদিন ভেজাবে ঠিকই!
কারণ ভালোবাসার ও যে কোন বিকল্প নেই…! !