বৃত্তাকার এই জীবনপথে-
ঘটনা-রটনার যাওয়া-আসা,
তোমাদের কঠিন বর্ণনায়-
চুরমার কোমল ভালোবাসা।
আলো তো আছেই সে পথে;
আঁধার আবার আলোর সঙ্গী,
আঁধার দেখলে হাসে আলো-
যতই বিদ্যমান করুণার ভঙ্গি।
আনন্দে উৎফুল্ল হয়ে কেউ,
কেউ আবার ভয়েতেই শেষ,
কারুর আবার ভাবনা অন্য-
সবকিছু বৃত্তে রঙিন বেশ।
বৃত্তাকার এই জীবনপথে-
পরিবর্তন প্রতি সময় আসে,
তোমাদের কঠিন বর্ণনায়-
মানুষেরা বৃথাই ভালোবাসে।
গোপন রেখে আসল সত্য-
মিথ্যার পাঁচিলে জীবন ঘেরা,
বৃত্তাকার পথে দৌড় দিয়েও-
আবার সেই সত্যতেই ফেরা।
মুখোশের আড়ালে আছে-
মুখোশ পরা হাসিমুখ যত,
চোখ দিয়ে চোখ দেখলে
বিশ্বাস হারিয়ে যাচ্ছে তত।
বৃত্তাকার এই জীবনপথে-
বিশ্বাসে থিতিয়েছে আশা,
তোমাদের কঠিন বর্ণনায়-
বন্দিতে “মুক্ত” ভালোবাসা।