জমে ছিলো জট সময়ের জিনে
নির্ঝর আশা কোলে ,
মেঘের মুক্তি বৃষ্টি চাবিতে
বুড়ো সবুজের বোলে ।
যা ছিলো সহজ হয়েছে জটিল
জটিলেরা রিমঝিম ,
মধ্যবিত্ত মশারির সুখ
ফুটেছে অপরিসীম ।
বাঁধ ভাঙা রস খেজুরের বুকে
কৃপণ নদীতে বান ,
বীজের বিষাদ শিশির মুছেছে
হেমন্ত ঠোঁটে ধান ।
প্রদীপের ঢেউ -এ গঙ্গা আরতি
দেব দেবী সমতলে ,
এমতো দৃশ্যে পূর্ণিমা ফোটে
কবিতার কুন্তলে ।
আবারও জমলে সময়ের জট
জীবনের নাভি কূলে ,
ভিন্ন কবিতা লেখা হবে কবি
অভিন্ন শুরু মূলে ।