যে দেয়ালে বুড়ি দিত এতদিন ঘুঁটে
ভদ্রলোকের বেটারা সেখানে জুটে
তাতে নানা রং ফলিয়ে গিয়েছে লিখে
বুড়ি জানে নাকো কারা কোন দল কী কে
একই দেয়ালের ভাগ করে দুই পিঠে
দু-দলেই যায় দু-দলের ঢাক পিটে
ওরা বলে, মুখে ধরব দুধের বাটি
ভাই, আমাদের ওঠাও আরেক কাঠি
এরা বলে, আরে | চুপচাপ বসে থাকো
কলেকৌশলে গরিবি হটাই, দেখো—
ভদ্রলোকের এক কথা খালি শুনে
মাজা পড়ে গেল দিন-গুনে দিন-গুনে
বুড়ি ভাবে, হাতে নিয়ে গোবরের ঝুড়ি—
আজাদির হল ক’বছর দুই কুড়ি !
এক দেয়ালেই পিঠোপিঠি থেকে দুয়ে
বুড়িকে সরায়, থাকে তবু বুড়ি ছুঁয়ে ||