কত ধানে কত চাল
শুধুই প্রবাদ নহে,
বুঝে শুনে দিও ফাল
জ্ঞানীর কথা রহে।
সময়ের কাজ সময়ে করে
বুদ্ধি রাখে যারা,
অজ্ঞানী চলে হেলা ফেলায়
নিষ্কর্মা লোক তারা।
কান নিয়েছে চিলে বলে
ছুটে কাকের পিছে,
কানে হাতটা দেয়নি তবু
হয়রানি টা মিছে।
বনের বাঘে খায়না যাদের
মনের বাঘে খায়,
উড়ো খৈ গোবিন্দায় নমঃ
দিনটা তাদের হায়!
ওজন বুঝে চলা চাই
বেওজনে হয় কষ্ট,
ভাঁড়ে মা ভবানী যদি
ভুগবে তুমি স্পষ্ট।
ঘরের খেয়ে বনের মোষ
তাড়াতে মনটা রেখে,
হালের গরু হয়না তারা
পদে পদে ঠেকে।