বল দেখি রে মানুষ তোরা
বুঝবি কবে আর?
ছলচাতুরি ধোঁকাবাজি
টানে পতন দ্বার।
মানব জনম নিয়ে এসে
করছো মন্দ কাজ,
পরের ধনে নিচ্ছো কেড়ে
নেই কি তোদের লাজ?
পশুত্ব ভাব মনে তোদের
নেইরে কোন্ হুঁশ,
অনাথ দুঃখীর কষ্ট দেখেও
দূরে সরে রোস!
মন্দ ভাবনা ছেড়ে দিয়ে
আত্মশুদ্ধি কর,
ভালোবাসা প্রীতি সাম্যে
হৃদয়টাকে ভর।
জীবন মেয়াদ স্বল্পদিনের
বোধে জাগলে সব,
সৎ কাজে মন রাখবে যেজন
খুশি হবেন রব।