বুক ভরা কথা রাশি রাশি
বুকেতে সমাধি লয় ,
বলি বলি করে হল না বলা
কথার কথা হল ক্ষয় ।
ভেবেছিলাম মনে সব বলে ফেলি
হাজার কাজের ভীরে
কথার কথারা পুড়ে ছাই হয়
থেমে যায় কথার ভীরে ।
সারা দিন ধরে জল্পনা করি
এবার বলবো সব – ই
জানালার পাশে সারাদিন কাটে
কথারা আঁকে ছবি ।
দুচোখ আমার নোনা জলে ভাসে
ক্লান্তি তে আঁখি মুদি
কথারা যদি বুক ছুঁয়ে থাকে
ঠোঁটে কেনো ওঠে না ফুটি ।