Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বীর পুরুষ || Sankar Brahma

বীর পুরুষ || Sankar Brahma

বীর পুরুষ

[ একটি বিয়েবাড়ির সুদৃশ্য প্যান্ডেলের পিছনের দিকে, যেখানে লোকজনের যাতায়াত একেবারে নেই বললেই চলে। ]


– ছি ছি এ কি করছেন, হাত ছাড়ুন। ভারী অসভ্য তো আপনি
– চুপ শুনতে পাবে সবাই
– শুনুক সবাই। না ছাড়লে আমি চেচাব কিন্তু এ’বার
– তবে এ’দিকে আসার জন্য ইশারা করলে কেন তুমি?
– বা রে আমি? কখন? আপনিই তো ড্যাবড্যাব করে চোখ দিয়ে গিলছিলেন যেন আমাকে
– বেশ করেছি
– এই যাহ্ চুড়িটা ভাঙলেন তো
– কই দেখি, দেখি
– না দেখাব না, হাত ছাড়ুন বলছি কিন্তু
– প্লীজ্ একবার দেখি চুড়িটা
– আর কখনো যদি আপনাকে •••
– কি ?
– কি আবার, অসভ্য কোথাকার একটা
– কেন অসভ্যতার কি করলাম?
– এই যে এতক্ষণ আটকে রেখেছেন অন্ধকারে , কেউ দেখলে পরে কি ভাববে বলুন তো?
– মিথ্যে ভয় পাচ্ছ অণু , এদিকে কেউ আসবে না
– হ্যাঁ , আপনি যেন সব জেনে বসে আছেন। এই রে সেজদি ডাকছে আমায় •••
– যাবে?
– যাব না তো কি ? এই তো এতক্ষণ রইলাম। কত বড় বীরপুরুষ জানা আছে আমার।
– অণু, অণু আর একবারটি শোন শুধু…..

Heroic men
——————————–

[Behind a beautiful wedding pandal, where there is absolutely no travel. ]

– I’m so ashamed. You are very rude
– Shut up, everyone will listen
– Listen, everyone. If not, I will shout but this time
– But why did you call here?
– Me? When? As if swallowed with eyes
– Well done
– Did you break this bracelet?
– Let’s see where
– No, I won’t show you, let me go
– Show me, please
– Then if you ever.
– What?
– Are you rude?
– When did I become rude?
– You’ve been stuck in the dark for so long, tell me what others think.
– False fear, Anu, no one will come here
– Yes, you know. This is Ray Mejdi calling.
– Will you go?
– Why not? I have been here for so long. I know how great a hero.
– Listen Anu … Anu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *