স্বর্ণ রঙা সবিতা রক্তিম
শহীদের রক্ত স্নানে,
লালে লাল হলো ধরণী আঁচল
কত প্রাণ বলিদানে।
রক্তে ভেজা স্বাধীনতা আসলে
লাখো শহীদের বীর গাথা,
স্বাধীন তিরঙ্গা পতাকা উড়িয়ে
শহীদ স্মরণে নত করি মাথা।
স্বর্ণ রঙা সবিতা রক্তিম
শহীদের রক্ত স্নানে,
লালে লাল হলো ধরণী আঁচল
কত প্রাণ বলিদানে।
রক্তে ভেজা স্বাধীনতা আসলে
লাখো শহীদের বীর গাথা,
স্বাধীন তিরঙ্গা পতাকা উড়িয়ে
শহীদ স্মরণে নত করি মাথা।