নাই বা হলো জ্যোৎস্না-যাপন
দুইজনে একসাথে ,
অমূল্য এই ভাবনা অমর
স্মরণ সুপ্রভাতে ।
নাই বা হলো বৃষ্টি মেঘে
বাতাসে মেঘ পেলো ,
বৃষ্টি মেঘের বিরহ টান
দ্বাপর ঘুরে এলো ।
নাই বা হলো বৃন্ত সফল
বৃক্ষ ফলবান ,
বীজের ভিতর ছায়ার স্মৃতি
অঝোরে অম্লান ।
নাই বা হলো জ্যোৎস্না-যাপন
দুইজনে একসাথে ,
অমূল্য এই ভাবনা অমর
স্মরণ সুপ্রভাতে ।
নাই বা হলো বৃষ্টি মেঘে
বাতাসে মেঘ পেলো ,
বৃষ্টি মেঘের বিরহ টান
দ্বাপর ঘুরে এলো ।
নাই বা হলো বৃন্ত সফল
বৃক্ষ ফলবান ,
বীজের ভিতর ছায়ার স্মৃতি
অঝোরে অম্লান ।