একমুঠো ও হৃদয়ে এখনও
আমি আছি চিত্রিত সম্পূর্ণ
ভেবেই উচ্ছাসে আলোড়ন ।
শেষ আষাঢ়ে শ্রাবন হাসে
আঁখির অশ্রুত ধারায় ঝরে
বিগলিত প্রেমস্নিগ্ধ সাম্প্রাণ
কাছে আসে বড় অসংশয়ে
ভালোবাসাতে কিছুটা সংশয়
কুন্ঠায় সে স্বপ্নকল্পটি চিত্রায়িত।
স্নেহতরঙ্গ বয়ে যায় মুখাবয়বে
নির্লজ্জ নিরাবরণে বক্ষ ক্ষলিত
মাতৃত্বের আচ্ছাদনে মহিমানিত্ব।
বাতায়নে দাঁড়িয়ে দেখো ও নয়ন
অনন্য সে রূপে সন্তানে তৃষিত মন
দীনশেষে রাখে আশীষ পরশখানি।
উষালোকে ঘুম ভাঙে প্রভাত স্বাগত
মেঘঘনায় গর্ভজাতের আঙিনা কৃষ্ণায়
মুছে যায় সব স্মৃতি দর্পনে,অবহেলায়।