শেষ মুহূর্তে জ্বলে ওঠে
নিষ্পলক চেয়ে থাকা দু’চোখের আগুন
এই আগুনেই দগ্ধ দু’মুঠো এই জীবন
কাছেই নির্জন জলহীন পাথুরে নদী
হাঁটা পায়ে পেরোতেও ভিজিয়ে দিতে চাইছে
দু’পায়ের অনাবৃত গোড়ালি
এই পা দু’টোই দুর্বার,দুর্নিবার
এবং দুর্দমনীয়
কত যে ভেঙেছে পথ
ভেঙেছে চরাই -উৎরাই
হাত দুটোও এমনই উন্মুক্ত ও উসখুস যে
ভালোবাসায় বাড়াতে পারে সে দরাজ হাত
মোক্ষম অস্ত্রও শাণাতে পারে যুদ্ধের
প্রত্যয়ে তুলে ধরতে পারে দৃঢ়বদ্ধ মুঠি
বাতাসে এখন বিরল ফিসফাস ক্রমাগত
অচিরেই মুছে যেতে পারে
দু’চোখের বিস্ময় ও নির্মম ভ্রুকুটি ।