চড়া কাছে নয় , কুলু কুলু দূরে থেকো
পেষা পেশী নয় , কৃপণ তালুতে রেখো ।
মাংসের নীচে শুয়ে আছে কঙ্কাল
খুঁতের উপরে ময়ূরপঙ্খী পাল ।
থিতু হাড়গোড়ে পূর্ণ পিষ্ট হলে
খুঁতখুঁতে বোধ বাড়ে মগজের বোলে ।
অন্তর্গত মৃত্যুর মোমে পুড়ি
জন্মের জিনে তা দেয় চাঁদের বুড়ি !
পুরো তলে নয় , ছুঁইছুঁই ছলে এসো
হাটখোলা নয় , বিজন বাতাসে ভেসো ।
অফুরান মনে হিম ঝর্ণার মতো
প্রতি ঘাতে বেঁচো বিস্ময়ে অক্ষত ।