বাতানুকূল ঘরে সৌন্দর্যের সাধনা চলে।
দক্ষ ও অভিজ্ঞ হাতে তীক্ষ্ণতা পায় সৌন্দর্য!
এদিকে উনুনের আগুনে চামড়া সেঁকতে সেঁকতে জীবন পোড়ায় সুতপা…
শিরাজাগা হাতে জেগে ওঠে ক্ষয়িষ্ণু সমাজের নীল মানচিত্র।
অর্ধকুঞ্চিত চুলের ধাপ বেয়ে চুঁইয়ে পড়ে রেশমী আলো…
ধারালো ভ্রুর ইশারায় টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে চাঁদ
সুতপার রুক্ষ চুলে জমতে থাকে জট…
কপাল ছুঁয়ে অসংখ্য জটিল রেখা নির্মিত কোটরে গিলে খায় অসহায় দুটো চোখ!
আয়নার সামনে গোলাপি মোমছোঁয়া ঠৌঁটে খেলে ওঠে দুর্বোধ্য হাসি…
রঙীন গ্লাসে একে অপরের সাথে পাল্লা দিয়ে ছুটতে থাকে বুদবুদ…
সুতপার জ্বরঠুঁটো ধরা ফেঁটে যাওয়া ঠোঁট প্রবল জ্বরে কাঁপতে কাঁপতে ছুঁয়ে ফেলে স্ফূটনাঙ্ক…
এক সূর্য বিস্ফোরণে কেঁপে ওঠে ভূমিতল
আছড়ে পড়ে ঢেউ
গিলে নেয় উপকূল ..
গিলে নেয় অট্টালিকা..
গিলে ফেলে প্রজন্ম!