সংগত সময়ের হাড়ের ভিতরে
কিছুতেই দুব্বো হতে পারছি না বলে’
বড় সমীচীন সংকোচে আছি ।
আমার বয়সী বায়ু বয়ে বয়ে বিকেল ছাড়ালো
আমার দীর্ঘ দাঁড়ে সাংসারিক শ্যাওলার পৌরাণিক ভিড় ।
বিপরীত মনের মাচানে দোলে টুপটাপ শিশিরের স্নান ,
বিচলিত বর্ণাশ্রম ফুঁড়ে এক আশ্চর্য জিন জন্মে
কেবলই মাখিয়ে নিই চিনচিনে কাঁচা মিঠে মানসীর ঘ্রাণ।
আমি কী তবে সঙ্গীহীন স্বরবর্ণের মতো
একা একা উচ্চারিত হবো বিসর্গ ফাগুনের ভ্রুণে !
আর কতদূর এলে খাবে হেলেন অব ট্রয়ের আগুন !