মোহময়ী জাল বিপাকে এনেছে পরাজয়
বারবার পরিবেশে এত মহানিম!
গোধূলিবেলায় খুঁটিগুলি খুব শক্ত
মনকে জানাই হাজার তসলিম।
কুঁড়িকে আরোও কদরের ওমে
দাম দিতে চাই নিখরচায়,
জীবনে খুঁজি সেই ভালো ঘর
কালবোশেখের অসীম দয়ায়।
বিবরের চোখে এত বাইরের আলো
এখন এত রমণীয় নয়,
নিজভূমে নিজেই এক বিবাগী
হেলায় পুড়েছে কত সময়!
নহরে কুমীর আগেই ঢুকেছে
চোখ পাকিয়ে দেখে বাস্তিল,
এসব ভুলে লম্বা-চওড়া পথে
উর্বর জমি চাই, সত্যি অনাবিল।