এই যে আমার বিষাদ গুলো লুকিয়ে রেখে বুকে
বারে বারে যাই গো ছুটে মিথ্যে সুখের মোহে
সে কি শুধুই কেবল আশা পুতুল খেলা ঘর
নাকি মনের ভিতর লুকিয়ে রাখা কালবৈশাখী ঝড়
যত্নে রাখা স্বপ্নগুলো বিকিয়ে জলের দরে
কাগজ দিয়ে ফুল সাজিয়ে রাখছি মনের ঘরে
সব কি তবে ছলনা নাকি মিথ্যে বদান্যতা
পেলে না কি কোথাও খুঁজে আমার ব্যাকুলতা
আমার যতো যন্ত্রনা সব শিকেয় রেখে তুলে সবকিছুকে ভাসিয়ে দিলাম গল্প কথার ছলে
সব তবে কি প্রলাপ আমার এলোমেলো ভাষা
কোথাও বুঝি পাওনি খুঁজে আমার ভালোবাসা
সবটা আমার ছন্নছাড়া নিয়ম ভাঙার খেলায়
নিজেই গড়ি নিজেই ভাঙি কাঁচা মাটির ঢেলায়
সবই তোমার খেয়াল ছিল আমার কিছুই নয়
তবে কি গো সবটা ছিল তোমার অভিনয়
