প্রজাতন্ত্র দিবস মানে কি?
কিছুই জানে না ওরা
বেচছে দেশের পতাকা দেখি
শতাব্দী ধরে না বুঝেই তারা।
দেশের পতাকা মাথায় তুলে ধরে
বেচছে দেশ কারা?
জানে সে কথা আমজনতা
খোলে না মুখ সর্বহারা।
মানব মন ছিল না তখন
স্বার্থপর আর এমন বিকল
পেরেছিল ভাঙতে তাই
পরাধীনতার লৌহ শিকল।
রক্ত দিয়েই পেয়েছিল যে স্বাধীনতা
বর্তমানে উধাও আজ সেই মানবতা।
নিজেকে নিঃস্বার্থে যে করবে দান
কোথায় আজকে সেই মানব সন্তান?
প্রতিবাদী মনটাই যে হারিয়ে গেছে
ন্যায্যতা চাইবে তুমি কারই বা কাছে?
বীরাঙ্গনার আত্মত্যাগ খুশিতে হেসে
লক্ষপ্রাণ দিল বলিদান দেশকে ভালবেসে
জয় হিন্দ ধ্বনি তুলে হলো পতাকা উত্তোলন
প্রজাতন্ত্র দিবস মানেই আজ বনভোজন।