নবমীর নিশি অস্তাচলে
এলো বিজয়া দশমী তিথি,
স্বামীর আলয়ে ফিরবে উমা
বাজে বিদায়ের করুণ গীতি।
মায়ের পায়ের সিঁদুর নিয়ে
নারীদের সিঁদুর খেলা,
অশ্রুসজল আকাশ বাতাস
বিষাদে কাটে বেলা।
নন্দী ভৃঙ্গি বাজায় শিঙ্গা
বেজায় খুশি ভরে,
সপরিবার উমা চলে
ভোলানাথের ঘরে।