বৃষ্টি এলো তড়িৎ পায়ে
সিক্ত শিউলি মেয়ে,
সাদা কাশে জলের ধারা
পড়ছে ঝালর বেয়ে।
শরৎ কালে অকাল বৃষ্টি
কান্না হয়ে ঝরে,
ঘরের মেয়ের বিচার চেয়ে
টাপুর টুপুর পড়ে।
গোমড়া মুখে শালুক সরোজ
আছে দিঘি ভরে,
তপন তাপে মুখ তুলেছে
বিষাদের জল ধরে।
উমা মায়ের কাছে আর্জি
বিচার তুমি দিয়ো,
ঢাকের বাজনা উঠুক বেজে
অঞ্জলি মা নিয়ো।