আজীবন দণ্ডপ্রাপ্ত আসামী নও তুমি,
আমার হৃদয়ের শিশিরভেজা সতেজ স্বপ্নভূমি।
ছিলে তুমি পালতোলা নৌকা হয়ে –
আমার হৃদয় যমুনাতে ভেসে একদিন,
সংস্কারের প্রাচীর ভেঙ্গে পৃথিবীর জনস্রোত উপেক্ষা করে-
চেয়েছিলাম ভালোবাসার রক্তগোলাপ দ্বিধাহীন।
তুমিও ঝোড়ো হাওয়ার আক্রোশ সামলে –
দিয়েছিলে অব্যক্ত প্রতীক্ষার অহংকারী রক্তগোলাপ।
যার পচনধরা বিশ্বাস বিষাক্ত শ্বাসে,
রুদ্ধ ইন্দ্রিয় ; রক্ত হয়েছে নীলবর্ণ।
বিষক্রিয়ায় হয়তো অবলীলায় ভাঙবে জীবনের বাঁধ-
তবুও শিয়রে ভালোবাসার নৈবেদ্যর মতো থেকো অমলিন; নিও বিষাদের স্বাদ।