মন দিয়েছি ধন দিয়েছি, দিয়েছি কুলের লাজ
বন্ধু তুই বোঝলিনারে, ভরাবাজারে করলি আকাজ।
সায়রের তল পেয়েছি, পেয়েছি অম্বুদের হাঁক
তোর মনের খোঁজ পেলামনা বৃথা সময়ের ডাক।
যার জন্যে করলাম চুরি, সাজাল সে চোর
নিশিতে পাওয়া পেঁচার মতো কাটল মনের ঘোর।
উদাম রাতে চাঁদের দেশে লিখিয়েছিলাম নাম
বানের জলে ভেসে গেলো কল্পনার সেই ধাম।
আমি সাজাই মনের কথা বিধি লেখেন খাতা
নয়ন জলে সাজাই বাসর বৃক্ষে জড়ায় লতা।
বিষবৃক্ষে ফল ধরেছে মনমাতানো লাল
শয়তান ফাঁদ পেতেছে, জানে সে ‘ইবে’র’ হাল।
অম্বরে মেঘ জমেছে বেতের বনে মধু
শালের বনে মহুয়ার ঘোরে সাঁওতালি বধূ।
মদন দেবের কাম-শরে দেবী রতি কাতর
জানেনা সে মহাদেবের রোষে, তার পতি’র গতি পাথর!