সিনার গহীনে সঞ্চিত বিষবাষ্প!
কামনার প্রখর উত্তাপে ক্রমশ ঊর্ধমুখী,
ঝরে পড়ুক বারি বিন্দু রূপে…..
মিটিয়ে দিক সকল অলিন্দর তৃষ্ণা,
সমস্ত পাপ দিয়ে যাক ধুয়ে ।
সেদিন হয়তো হৃদয় গহীনে সঞ্চিত
বিষবাষ্প পাবে তৃপ্তির আস্বাদ ।
সিক্ত অধরে দেখেছি প্রাপ্তির নীরব ইশারা,
ঠোঁটের আগের কম্পন….
হৃদয়ে ডেকেছে ভূমিকম্প ।
দীর্ঘনিঃশ্বাসের উষ্ণতা জ্বালিয়েছে ইচ্ছের চিতা,
হচ্ছে তো বিষে বিষক্ষয়!
বিনাশি সকলের দলবদ্ধ আগমন
শেষ স্মৃতি কেও করলো বিসর্জন ।
তাই ছুটি নিলাম চিরতরে প্রেমের বাঁধন হতে….