লৌহশকট চলছে দোদুল দোলে
ফাগুনের রঙ বিবর্ণ লাগে আজ।
আশা নিরাশায় কেটে যায় ঘুমহীন রাত!
কতকাল ধরে জীবনের ভাবনাগুলো
মিথ্যে এক বাক্সবন্দী অরূপরতন।
শুধু একরাশ বেদনাময় কাঞ্চন ফুল
অশোক কিংশুকের লালেরে হারায়!
নীলাকাশ ঋতুরাজেরে নিয়ে ব্যস্ত ভীষণ
কেননা সকলেই একা,বড়ই একা—
লৌহশকট চলেছে দোদুল দোলে
কান্না গলায় আটকে থাকা কঠিন টুকরো
বোধহীন অহংকার হারিয়ে যায় বহুদূর!
ফাল্গুনী জোছনা আজ কেন এত ম্লান?
হয়ত কোথাও কেটে গেছে জীবন-সুর।
হারানো খুশির পুরোনো সেইসব দিন
ফিরে পেতে চায় আহত ,বিষন্ন হিয়া–
শাল্মলীর লালিমা অনাদরে মাটিতে লুটায়
জীবন আজ যেন এক মসীলিপ্ত দিয়া!