কবিতা আজ বিশ্ব ময়
সৃজন শীল ছন্দে ।
কবিতা’রা কি ভালো আছে
পুরুষ তান্ত্রিকতার দ্বন্দ্বে !
কবিতা মানেই মিঠাস সুর,
ভাবনায় শব্দ ভিড় ,
কতো শত কবি কলম ধরেছেন
তবু “কবিতা”রা অস্থির ।
কবিতা’রা আজো ফুটপাথ জুড়ে ,
বাচ্ছা কাঁখে ঝুপড়ি ,কুঁড়ে।
কবির কলম ফুলকি ছোটায়,
তবু মরে ওরা কেনো হাহাকারে!
কবিতা,ববিতা ,সবিতা এরা
অনাথ কোনো নারী,
দুনিয়া ছুটছে তড়িত্ গতিতে ,
তবু এদেরও পাল্লা ভারী !
আজকে যখন কবিতা দিবস ,
পালিত বিশ্ব জুড়ে,
এই কবিতা দের ভরসা দিতে ,
কিছু করি না থেকে দূরে।
কোনো কবিতা ফুটপাথে কাঁদে ,
কোনো কবিতা’র স্বপ্ন চাঁদে!
তবু ভোর হয় ,লোলুপ ফাঁদে,
কবির স্বপ্নে “নয়ি ইঁরাদে”