বিশ্বাসের মূল, ভালোবাসার শক্তির মাঝে,
অবিশ্বাসে আলগা হয়ে যায়।
মুখোশ খুলে দাঁত বার করে নির্লজ্জতার প্রকাশে,
আহত তুমি, হতভম্ব তুমি, আঘাতে চুরচুর,
মনের কষ্ট চেপে রাখতে পারলে না,তোমার চিৎকারের,
তোমার ছেলেমানুষির দাম কেউ দেবে না।
চলতে শেখো, শক্ত মাটিতে, বারংবার আঘাতে
হৃষ্ট পুষ্ট , শক্ত হও, মোকাবিলা করার যোগ্যতা ধর।
স্বার্থ এলো ভয়ংকরের রূপ ধরে তছনছ করতে
সামনা তোমাকে, করতেই হবে মনের জোড়ে,
নির্লজ্জতার প্রকাশে সম্পর্ক ঠুনকো হয়ে যাবে
রঙ বদলের ইতিহাস, আগেও ছিল এখনও আছে,
ট্র্যাডিশন ধরে রেখেছে, কত লোকের রঙ বদলের
ইতিহাস দেখলে, জানলে বুঝলে তুমি।
প্রতিবাদের ভাষা হারিয়ে নির্বাক আছো চেয়ে ,
ভাবছো আমার কি? আমি ভালো আছি।
কষাঘাত যখন পড়বে পিঠে, তখন আর্তনাদ
ছাড়া কিছুই থাকবে না, সমাধান খুঁজে পাবে না।
সচেতনতা আনতে বছর বছর কেটে যায়,
তবু মানুষ বিশ্বাসের ভরে চলে, কালোরাতের পর,
নব সূর্যোদয়ের দিকে চেয়ে হাসে,
সোনাঝরা রোদ মলম লাগিয়ে দেয় ব্যথায়
চেতনা ভাবনা আনে মনে, আনে নতুন উদ্যম,
নতুন ভাবে বিশ্বাসে পা ফেলে চলা।