গোলাপ সুবাসে সুরভিত আচরণ
জন্মগত কাঁটাটুকু ছিলো অদৃশ্য তখন
অনুরাগী বিহ্বলতায় মন-দর্পন আবেশে ঢাকা
কথাকলিরা মিছরি জারিত কুহক মাখা
উপমা–অনুপ্রাস–আর অলঙ্কারে —এই
দারুণ রোমাঞ্চিত শিহরণে–যাপন বাসর!
বিশ্বাসে-প্রত্যয়ের অঙ্গীকারে বিমোহিত স্বর !
আচমকা —–অশনি সংকেত কড়া নাড়ে–
স্বপ্ন সাধের ইমারত তাসের ঘর হয়ে ভেঙ্গে পড়ে-
আগাম সংকেত হীন বেসামাল সুনামীর ঝড়ে
সাঁই— সাঁই —পাথর ভাঙ্গার সন্ত্রাসী শব্দ
সীমাহীন বেদনার বালুচরে—হৃদয় ও স্তব্ধ!
গোলাপ সুবাসে হারিয়েছে ——বহুদিন—-
বক্ষজুড়ে রক্তক্ষরণ——-প্রতিক্ষণ!
বিশ্বাসঘাতকের তীক্ষ্ণ ছুরি ভালবাসার বুকে
পৃথিবীটাকে এখন দেখি
বিবর্তন ধূসর চোখে।