অনেক অপেক্ষা শেষে এবার কাতার দেশে
বিশ্বকাপ ফুটবল খেলা,
দুনিয়ার ভক্ত সব আনন্দেতে করে রব
কাতারে লোকের শুধু মেলা।
তরুণের পায়ে বল জাতীয় বত্রিশ দল
জার্সি দেখে যায় দেশ চেনা,
বিপক্ষের সাথে রণে ছুটে বেগে প্রাণ পনে
ভক্তদের কাছে থাকে দেনা।
ফুটবল ভক্ত যারা উত্তেজিত হয়ে তারা
মেতে রয় তারকার তরে,
বন্ধুদের সাথে বসে মজে থাকে তর্ক রসে
দল জন্য জয়ধ্বনি করে।
দল যদি গোল করে খুশিতে মনন ভরে
ফাটায় বাজি পাগল মত,
কিন্তু যদি হারে দল মনের আনন্দ তল
নীরস বদনে দুখ যত।
ফাইনাল খেলা দিন থাকে মন মাঠে লীন
তারকার জয়গান করে।
জিতলে তারকা তার গলে যেন সুখ হার
বাজি ফাটা রাত দিন ধরে।