পায়নি তো সঠিক অজানা রোগের উত্তর
ভয়ে ভয়েই গেল যে কেটে একটি বছর
অমোঘ নিয়মে এসেছিল দু’হাজার কুড়ি
ছিল আতঙ্কে সবাই, নেইকো তার জুড়ি।
ভেবেছিল বিশ্ববাসি আছে অমিত সম্ভাবনা
করেছিল তাকে বরণ নিয়ে আগ্রহ উদ্দীপনা
মাস তিনেকের মধ্যে শুরু হয়ে গেল বিষক্রিয়া
অজানা রোগ ছড়িয়ে অদৃশ্য বিধ্বংসী মাফিয়া।
হানা দিয়েছিলে চায়ের দোকানে পাড়ার মোরে আমাদের দেশে আমলার ছেলের হাত ধরে
দূরত্ব বজায় রেখে সবাই বন্দী হয় আপন ঘরে
পরিযায়ীরা ফিরল জীবিকা হারিয়ে পরিবারে।
ভরা যৌবনে বছর কুড়ির নিশ্বাসে এতো বিষ
রোগ ব্যধি দুর্ভোগে ভুগেছে দেশবাসী অহর্নিশ
মারণ রোগের কারণে অভিশপ্ত দুহাজার বিশ
বিদায় বেলা তোমায় জানাই শুভেচ্ছা কুর্নিশ।
বছর এবার রাখল পা দুহাজার একুশে
নতুন সুখবরের আশায় বিশ্ববাসী বসে
সব বেড়াজাল ভেঙে বিশ্ব উঠুক হেসে
আতঙ্কে আর নয় এই প্রার্থনা বর্ষশেষে।