কঙ্কাল দিয়ে তৈরি হল ব্রিজ,
এখন দ্রুত এগিয়ে যাচ্ছি উন্নত সমাজের দিকে।
সুগন্ধি মেখে মেখে হয়ে উঠেছি
হাসনুহানা ।
সবার হাতে একটি করে চাঁদ আর তা সেলিব্রেট করার জন্য ফুল গ্লাস রক্ত।
কাক গুলোর পোশাক দেখে বমি আসে বড্ড, মুখ বেঁকিয়ে অভিশাপ রেখে যায় ধূর্ত বক।
সহজ নয় ভীষণ জটিল জাল বোনার দায়িত্ব এখন শিক্ষিত মাকড়সা গুলোর উপর –
টেবিলে স্বর্গ সাজিয়ে তারা শুধু নির্ভুল ভবিষ্যত বুনে যায় –
হাততালি তে আত্মহত্যা করে অক্সিজেন।