চারিদিকে হাহাকার বেকারত্ব জ্বালা
সমাজের বিশৃঙ্খলা অনৈতিক রাজ
একাধিপত্যের দৌড় পরবে কে তাজ
অরাজক রীতিনীতি স্বেচ্ছাচার ঢালা।
বিপন্ন জীবন আজ হতাশায় ভরা
শিক্ষিত বেকার সব অগাধ প্রতিভা
পরীক্ষার ফল ভালো দক্ষতার বিভা
চাকুরির জন্য পথে ধর্না দিয়ে পড়া।
প্রতিবাদী রব তোলে নিরুপায় সবে
গরিব অনেক জন পড়ে কষ্ট করে
মনেতে সুখের আশা পিতা মাতা তরে
চাকুরিটা জোটে যদি হাসি সুখে রবে।
কৈতবের মেলা শুধু সমাজটা জুড়ে
লুটেপুটে খাচ্ছে সব ক্ষমতার বলে
প্রতিভার বেচাকেনা গোপনেতে চলে
অর্থাভাবে অন্নাভাবে দীন হৃদি পুড়ে।
ভবিষ্যতে তরুনের কি যে আছে ভালে
দিশেহারা পরিজন চিন্তা সারাক্ষণ
বিপথে যেয়োনা কভু বলে সর্বজন
বিকল্প কর্মের খোঁজ করো নিজ তালে।