কি সামান্য ফারাক দেখ জীবন মৃত্যুর,
অশান্তি আর শান্তির কি নিবিড় আলিঙ্গন !
শরীরী ক্যানভাসে অব্যক্ত যন্ত্রণা ,
এঁকে চলে কতো নিখুঁত তুলির আঁচড় !
কি হয় কি হয় ,চিন্তার ঠান্ডা স্রোত।
শাঁখ বাজে,তুলসী মণ্ডপে গৃহস্থের উলু ধ্বনি!
দিকে দিকে কবি প্রণামের মহড়া !
যে মানুষটা সংসার বাঁশ মাচার ভরকেন্দ্র হয়ে জীবন বাজি রাখে ,সেই আজ নিসঙ্গ কাচ ঘরে,প্রহরী নিয়ন আলোর শীতলতায়।
মনে খেলে চলে সংশয়ের এক্কা দোক্কা ।
এই ভাবে আমিও শেষ হবো কোনো এক
দুপুর শুন্যতায় ,
না বলা জমা কথার পাহাড় ভর করে!
দূর আকাশে শঙ্খ চিলের আকাশ ছোঁয়ার
অঙ্গিকার !
কি যায় আসে তাতে!
কতো টুকুই বা চেনা আমি !
মানুষের ভীড়ে রবো এক বিলীনতা !