ভাদর মাসে জামাই আসে
গাঁয়ের শ্বশুর বাড়ি,
ভ্যাপসা গরম মেজাজ চরম
খাচ্ছে তবু কাঁড়ি।
শহর বাসী টাকা রাশি
বিলাস ব্যসন কত,
খাচ্ছে যত ফেলছে তত
আরাম আয়েস রত।
পাঁঠা ইলিশ পাবদা ঝালে
রান্না হরেক স্বাদে,
তালের ক্ষীর আর পিঠে পুলি
শাশুড়ি মা রাঁধে ।
নলেনগুড়ের পায়েস করে
ফুলকো লুচি সাথে,
আদর করে দেয় শাশুড়ি
আহ্লাদেতে তাতে।
ভাদর মাসের চড়া রোদ্দুর
ঘামটি পড়ে ঝরে,
গলা অব্দি খেয়ে জামাই
শুতে চলে ঘরে।
বিজলী ছাড়া হারায় দিশা
হা- হুতাশে যে মরে,
গিন্নি দিলে পাখা এনে
বৌকে খামচে ধরে।
রাগে আগুন তেলে বেগুন
জামাই পগার পার,
ডাকুক শ্বশুর হাঁকুক শাশুড়ি
ফিরবেনা সে আর।