অবিশ্বাসের দোলাচল পাশাপাশি
নিয়মের যাপনে অপ্রত্যাশিত পেক্ষাপট।
ভাঙা মন এখন সমান্তরাল ট্রাম লাইনের মতো!
দূরত্বের মাঝখানে বোঝাপড়া
শুকনো পাতার মতো উপেক্ষিত শুধু…
বধির সব অনুভূতির মৃত শব ছুঁয়ে
বয়ে চলে জীবনের কোলাহল।
মহীসোপানে ধাপে ধাপে গহীনের ঢেউ রেখে গেছে
সুধা নয় নীল বিষাদের হলাহল।
পরাভূত বেদনার ক্ষত সন্তর্পণে ঢেকে রাখে
অধরে প্রগলভ ক্ষীণ হাসি,
অপ্রেমে শূন্য তবু্ও আঙ্গুল ছুঁয়ে অস্ফুটস্বরে
ভালোবাসি…
মৌন সন্তাপ রুঢ় বাস্তবতায় রুক্ষ থেকে
আরও রুক্ষতায় পাথর হয়ে ওঠে….।