কেবলই কি অর্থ আভিজাত্য দ্বারা বিলাসিতা সম্ভব?
তোমার হৃদয়ে কভু আমার ভালোবাসা করেছো পরিমাপ?
তোমার কাছে বিলাসিতা হলো মস্ত বাড়ি,দামি গাড়ি,
আমার কাছে বিলাসিতা হলো অভুক্তের ঘরে অন্নে পূর্ণ হাঁড়ি l
তোমার কাছে বিলাসিতা হলো কল্পনায় আকাশ কুসুম দেশ,
আমার বিলাসিতা হলো আধপেটেও হৃদয়ে সঞ্চিত কবিতা অশেষ l
সূর্যের আশায় রাত্রি কালো ধাপে ধাপে করি পাড়,
মোমবাতির বিলাসিতা হলো আলোক ছড়িয়ে ঢাকে আঁধার l
তোমার দেশে বিলাসিতা হলো সচ্ছল,প্রাণবন্ত মানুষের ঢল,
আমার দেশে প্রাণ বাঁচাতে চাই খাদ্য ও অম্লান মনোবল l
সমাজে গরীবের পেট কেটে খাওয়া বাবুগিরির দল,
এই স্বার্থপর মানুষের বিলাসিতাই করেছে মোদের দুর্বল l
অবাক পানে দেখি কারো বাড়ি খাদ্যের প্রাচুর্য্যের ডালা,
অন্য দিকে ক্ষুধার্ত শিশু কাঁদে অসহ্য খিদের জ্বালা l
তুমি বলো বিলাসিতা হলো কপাল করে পাওয়া,
আমি বলি শুকনো রুটি জল সহ গোগ্রাসে খাওয়া l
তুমি দেখো অর্ধনগ্ন শরীরে প্রদর্শিত নির্লজ্জ বিলাসিতা,
আমি দেখি জীর্ণ বস্ত্রে লজ্জা নিবারণের বাস্তবতা l
যদি পারো সকল বিলাসিতাকে মূল্যের খাতায় করো তুলনা,
সেদিন হয়তো বুঝবে আসল নকল বিলাসিতার, কি নিষ্ঠুর ছলনা ll