যখন প্রথম তোমাকে দেখেছিলাম
তুমি আমাকে দেখোনি
প্রথম দিন দেখেই বুঝেছিলাম
তুমি সব পান্ডুলিপি এমনকি স্বরলিপিগুলোও
সব পুড়িয়ে ফেলেছ আগুনে
তখন তোমার ভেতর যত কথা,কথার অক্ষর
আর দীর্ঘ স্বপ্ন অমনিবাস যেন পঞ্চভুতের ছাই
তারপর যখন দ্বিতীয়বার দেখেছিলাম
তখনও তুমি আমাকে দেখোনি
দ্বিতীয় দেখাতেও বুঝেছিলাম
তুমি সব দিনলিপি এমনকি বিধিলিপিগুলোও
সব ভাসিয়ে দিয়েছ জলে
তখন তোমার ভেতর যত ভাব,ভাবনার প্রহর
আর দীর্ঘ যাপন বিলাস যেন ঢেকেছ অরূপশূন্যতায়
তারপর তুমি যেদিন প্রথম আমায় দেখেছিলে
বলেছিলে,আপনাকে কেন দেখিনি আগে!
আমি তোমার দিকে ফিরে চেয়ে সেদিন
তোমার চোখে চোখ রাখতে পারিনি আর
হাওয়ায় বেজে গেছে বিলম্বিত লয়ের সুর ।