যদি অপ্রাসঙ্গিকতা বারবার ঝাপটা মারে
নিজের পিঠ নিজে চাপড়াই; বাহবা দি কৌতুকে
আকাঙ্খিত ফল প্রসূতির সুপ্তি, অন্যথা দীর্ঘশ্বাস।
আস্থায় ডোবানো বিশ্বাসের মধুর ফলন
আমার কাজ সর্বস্ব হারানো বাঁকা চলন।
অনেকটা বেলা গড়ালো; বলি কথাগুলো ইতি কর,
হাঁটু ব্যথার সাথে বুকের ঢিপঢিপ শোন,
গতিতে দাড়ি পেকেছে ধারালো অভিজ্ঞতায়
একশো বছর পরে খুঁজবে তোমাকে ডাইরির ভাঁজে
পালকটা ছিল যত্নে ফসিলের আকারে, গল্প শোনাবে।