যাওয়া আসার পথের পাশে
তোমার দেয়া কিছু স্বপ্ন আছে
সেই পথের মাঝেই তোমায় খুঁজি
শেখার মাঝেও কিছু শিখতে গিয়ে তোমায় বুঝি,
আকাল পাখির বিকেলবেলায়
প্রতীক্ষার আগেই সন্ধ্যা নামে এই অবেলায়
তোমার প্রদীপ জ্বলছে আজও;আমার প্রদীপ নিরালায়
অবাধ্যতার বাক বিতন্ডায় হয় যে আমার খানিক বিদায়,
প্রহর না হয় আপন তোমার
সময় বলছে ঘড়ি কাহার; মৃত্যু বলছে জীবন যাহার
বিদেহী শরীর তবু খুঁজবে কিনারা এক নিরালায়
আমার চিহ্ন ঐ সীমান্তে তোমার শরীরের একান্ত নিশানায়,
কালো মেঘ বলেছিল কালো কথা; ঝরে ছিল জল
প্রতিধ্বনিতে কেউ আপন হবে বলেছিল; তারাও করে গেল ছল
এখনো সমুদ্রের মাঝে প্রেম উঁকি দেয় কখনো কখনো তোমার স্মরণে
তুমি যাবে কি?না গেছোই চলে?
তবু কেন আজও পড়ছে মনে?
পথের মাঝে বসে কেন লিখতে থাকা আসল চিঠির প্রতিলিপি
চিঠির কথা ভুলেও আবার চিঠিতেই কেন ফিরে আসি?
বিষাদ জ্ঞাপন জাগায় শিহরণ
বিরহেরও কলহে মাঝে মাঝে হয় আমারও মরণ।