ইমণ রাগে সুরটি তুলে
বীণা কোলে লয়ে
বিরহিনী মীরা যে গায়
অশ্রু পড়ে বয়ে।
ঘর সংসার আপন স্বজন
সকল কিছু ছেড়ে,
শ্যামের প্রেমে পাগল মীরা
পথে পথে ফেরে।
রাজরানী আজ ভিখারিনী
কৃষ্ণ প্রেমে মজে,
সুরের তানে ব্যাকুল প্রাণে
শ্যাম কানাইকে ভজে ।
কোথায় আছো হৃদবিহারী
দেখা দাও হে সখা,
দেখার তরে দুচোখ ভরে
বসে আছি একা।
জনম জনম চাইগো আমি
শ্যাম- চরণে স্থান,
কৃষ্ণ নামের অমৃত সুধা
ভরেছে মোর প্রাণ।
কৃষ্ণ নামের নামাবলী
দিয়েছি মোর গায়ে,
ঠাঁই পেতে চাই আমি শুধু
শ্যাম কানাইয়ের পায়ে।