বিরহে তাপিত মন,
বিষন্ন বিদায় ক্ষণ।
অলঙ্কার সাজ সব থাক পড়ে,
বিবশতা ভরে শুধু অশ্রু ঝরে,
বক্ষ পরে ব্যথা ফুকারিয়া মরে।
গেছে চলে সখা দূরে
সেই দুখে মন পুড়ে,
শত কথা হৃদে ঘুরে?
স্মৃতি রাশি মন জুড়ে।
একাকিনী দুখে নিদ্রা নাহি আসে,
শঙ্কা ত্রাসে ঘিরে ব্যথা রাশে রাশে,
বিরহের নাশে প্রিয় মুখ ভাসে।
অনুকুল বিধি হলে
দেখা হবে মন বলে।