আষাঢ়ের মেঘলা বিকেল শেষে
ধুসর আকাশের দোল খাওয়া বিষণ্ণ মুহূর্তগুলো
বাদল মেঘের ভিড় ঠেলে
অনুজ্জ্বল আলোয় ভেসে ওঠে
ব্যস্তসমস্ত বাদল মেঘ থেকে বৃষ্টি পড়ে ঝরে
জলে হয় টইটম্বুর দু’চোখের টলটলে দীঘি
স্নায়ুতে প্রচন্ড ঢেউ স্রোত
এরপরও আছে চূড়ান্ত অন্তীম এক অথৈ পারাবার
হৃদয় জুড়ে ,বুকের ভেতর যেন সপ্ত সাগর
যেখানে সবটাই অনুভূতি ও উপলব্ধির সাথে
বোধ বৃত্তি ও প্রবৃত্তির তুমুল লড়াই
তবুও বিষণ্ণ সেই মুহুর্তগুলো বারবার মনে পড়ে
আর জেগে ওঠা স্বপ্নেরা মনের ভেতর এঁকে দেয়
অসংখ্য অদ্ভুত রকমের নিপুণ উলকি
ও জ্বলজ্বলে সামুদ্রিক ফসফরাস
যাকে আমি গভীর আচ্ছন্নতা ভাবি
মনের উচ্ছ্বল উতল আকুলতা ভাবি
এরকম বিভোর আষাঢ়ে
আমার এ’মন আজও বৃষ্টি বিলাসি
আজও এ’মন বানভাসি স্বভাবী… ।