শীততাপনিয়ন্ত্রিত কবিতার শব্দেরা
কি রকম যেন ন্যাতপেতে সুখী হয়ে যায় ।
এই ঠা ঠা বৈশাখের তাপে
প্রতিবাদের পিচ গ’লে যাবে ব’লে
আগামী শীতের প্রতীক্ষায় থাকে ।
প্রতিষ্ঠানের পদ আটকে রেখেছে পা ।
পথ যে লটকে আছে নির্মিত আঁধারের ঢালে !
অসময়ের দুঃসময় বড়ই অবুঝ ,
কেবলই ভাবনার বীজ পোঁতে সুস্বপ্নের মূলে ।
বিবেক বণিক নয়
মিছিলের মুখ তুমি ,
বহুবচনে বেড়ে বেড়ে এসো ।