বিবর্ণ সময় মেঘ সরিয়ে
তুলির আঁচড় কাটছে আকাশে,
বুকের ভেতর।
নীরব মিছিল করছে আমার জমানো সব ভালবাসা।
এখন আর মাদুর পেতে বসেনা বনানীরা আমার বুকের ভিতর।
দুধ , কলা , আর রুটির মতো
চটকাচ্ছি আমার জীবনের দুঃখগুলো।
আর বারবার আড় চোখে দেখছি ,
নির্লজ্জ সূর্যটা কখন আকাশে আসে ।
নৈঃশব্দ্যে চীৎকার করছি ,
কেন থমকে আছে জীবনের ঘড়ি?
ভুল করে ডেকে উঠছে দু-একটা পাখি
বাটি জুড়ে কাঁদছে দুঃখগুলো।
পশ্চিমে হেলেছে সূর্য,
মিলিয়েও যাবে আর কিছুটা সময় পরে।
তবুও তুমি শুধু হাসলেই
জবাব দিলেনা আমার কোনো কথার।
জমা রইলো কতো কথা
জমা থাক পাহাড়ের চূড়ায়।
এ কি দায় !
ব্যাঙেদের কীর্তনের মধ্যে দিয়ে বর্ষা আসে,
বর্ষা সব মলিনতা ধুঁয়ে সজীবতা এনে দেয়।
আমার জীবনেও বর্ষা নামুক।
আমি ভিজতে থাকি বৃষ্টিতে ঝাপুস নয়নে।