তোমার দিগন্ত জোড়া নীল শাড়ির আঁচলের ছোঁয়ায়
আমার বিবর্ণ পড়ন্ত বিকেল হঠাৎই রঙিন হয়ে ওঠে!
বকেদের সাদা ডানায় ঠিকরে পরা গোধূলির রোদ
আমার রূপালী কেশে আলপনা এঁকে দেয় নিরবে!
সন্ধ্যায় ঘরে ফেরা পাখিদের কল কাকলি শুনে
মনে হয় ক্লান্ত জীবনে আমারও একটু শান্তি দরকার।