ক্রমাগত দ্বন্দ্ব,সময়ের কবিতায়
যাপনের বিবর্ণ অক্ষর
মনের নিভৃত থেকেই মনের কথারা ওঠে আসে
ওঠে আসে মুখোমুখি কথার আলাপ
ভাঙচুর শব্দ ও শব্দময়তায়
বিনিদ্র চোখ ও মুখ
যন্ত্রণাময় জীবন জুড়ে ছড়িয়ে পড়ে
বয়ে যাওয়া ঝড়ের সাথে ভয়ংকর তুফান
ক্রমশঃঅস্থির আবহ
আক্রান্ত জীবনের জরুরী যাপন
এক নগ্ন স্যাঁতসেঁতে মায়ায় ভিজিয়ে দেয় দু’চোখ পিছুটানে আবদ্ধ অনুভবে
সমস্ত স্মৃতির ভেতর শুধু ভিড় করে থাকে ধূর্ত সময়
আর সময়ের কবিতায় যাপনের বিবর্ণ অক্ষর ।